সোনামুড়াঃ
রবিবার সকাল প্রায় সাড়ে ৮ টায় সোনামুড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক আব্দুল সাত্তার। দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার লেখনীতে আর উঠে আসবেনা সমাজের অন্তিম পর্যায়ের নিপীড়িত মানুষের কথা। সাধারণ মানুষের স্বার্থে খবর প্রকাশ করেই তৃপ্তি পেতেন তিনি। স্তব্ধ হয়ে গেলো রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ,সোনামুড়ার গুণী সন্তান আব্দুল সাত্তারের কলম। রবিবার সকাল প্রায় সাড়ে ৮ টায় সোনামুড়া শহরের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী , ২ পুত্র সন্তান সহ ৪ ভাই ১ বোনকে রেখে গেছেন তিনি। ১৬ বছরের দীর্ঘ সাংবাদিকতার জীবন তার। মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার দুর্গাপুর গ্রামের তার পৈতৃক বাড়িতে। সেখানে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কংগ্রেস নেতা বিল্লাল মিয়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রয়াতের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ছুটে গেছেন ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। ছুটে যান সোনামুড়া প্রেস ক্লাব, বিশালগড় প্রেস ক্লাব ও সিপাহীজলা জেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা।
বিকেল ৫ টায় অগণিত মানুষের উপস্থিতিতে দুর্গাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক আব্দুল সাত্তারকে।