Home BREAKING NEWS রাজ্যে প্রবেশের পথে আসাম পুলিশের হাতে আটক ৫০লক্ষ টাকার ফেন্সিডিল

রাজ্যে প্রবেশের পথে আসাম পুলিশের হাতে আটক ৫০লক্ষ টাকার ফেন্সিডিল

by News On Time Tripura
0 comment

করিমগঞ্জ:

রাজ্যে প্রবেশের পথে অসম পুলিশের হাতে আটক লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার ফেন্সিডিল,আটক রাজ্যের চালক। আবারো আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে রাজ্যে প্রবেশের পথে অসম পুলিশের হাতে আটক লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল।আটক রাজ্যের চালক।জানা গে‌ছে,বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টা নাগাদ এএস ০১ পি‌সি ০৫৩১ নম্ব‌রের এক‌টি ছয় চাকার আলু বোজাই ল‌রি অসমের করিমগঞ্জ জেলার চুরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টের নাকা পয়েন্টে পৌছা‌লে গা‌ড়ি‌টিতে যথারী‌তি তল্লা‌শি চালায় কর্তব‌্যরত অসম পু‌লিশ।এ‌তে গা‌ড়িতে মজুদ থাকা আলুর বস্তার ভেতরে গোপন চেম্বার থে‌কে ছয় হাজার একশ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার হয়।যার কা‌লোবাজারী মূল্য প্রায় পঞ্চাশ লক্ষা‌ধিক টাকার মত হবে।এ কা‌ন্ডে ল‌রি চালক‌কে আটক করা হয়ে‌ছে।তার নাম বিশ্ব‌জিৎ বিশ্বাস।বা‌ড়ি ত্রিপুরা রাজ্যে। এদিকে অসম পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে।ধৃত‌কে শুক্রবার করিমগঞ্জ জেলে সিজিএম আদাল‌তে সোপর্দ করা হবে ব‌লেও অসম পুলিশ সুত্রে জানা গেছে।

You may also like