ধনপুরঃ
বহু জ্বল্পনা কল্পনার পর দিদির পছন্দের প্রার্থিকেই ধনপুর থেকে টিকিট দিল বিজেপি। ধনপুরের বিধায়ক পদ থেকে প্রতিমা ভৌমিকের পদত্যাগের পর থেকেই এই কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে বহু জ্বল্পনা হয়েছে শাসকদলের অভ্যন্তরে। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা থেকে শুরু করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নামও এসেছে। আলোচনা হয়েছে সুবল ভৌমিকের নাম নিয়েও। তবে এই এলাকা থেকে জয়ের স্বাদ পেতে গেলে প্রতিমা ভৌমিক বিজেপির জন্য অত্যাবশ্যক। আর সেই কারনেই দাদা-দিদির অভ্যন্তরীন লড়াইয়ে আপাতত জিতে গেলেন দিদি। ধনপুর থেকে দিদি ঘনিষ্ট হিসাবে পরিচিত মন্ডল সভাপতি বিন্দু দেবনাথকেই প্রার্থী করল বিজেপি।