
করিমগঞ্জঃ
নেশা বিরোধী অভিযানের নামে কিছু সাফল্য আসলেও, রাজ্য থেকে প্রতিদিন পুলিশকে ম্যানেজ করেই বহিরাজ্যে যাচ্ছে গাঁজা বোঝাই গাড়ি। তবে এবার গাঁজা বেপারীদের একটু ভুল হয়ে গেছে, ত্রিপুরার পুলিশকে ম্যানেজ করলেও আসাম পুলিশকে ম্যানেজ করতে ভুলে গিয়েছিলেন। তাই রাজ্যের পুলিশকে ম্যানেজ করে আসামে প্রবেশ করতেই আসাম পুলিশের হাতে ধরা পরল ষাঠ লক্ষ টাকার শুকনো গাঁজা। বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ ত্রিপুরা সীমান্ত পেরিয়ে TR01AC/1686 নম্বরের ছয় চাকার লরি আসামের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে প্রবেশ করলে ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে আসাম পুলিশ লরিটিতে সিগন্যাল দেয়। পুলিশের সিগন্যাল দেখে চালক চলন্ত লরি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।পরে অসম পুলিশ লরিটিতে তল্লাশি চালালে লরির গোপন কক্ষ থেকে ৫৮ পকেটে মোট ৫৯৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ষাট লক্ষ টাকা । অসম পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক চালককে জালে তুলতে জোর তল্লাশি শুরু করেছে। আসাম পুলিশ অফিসার আরো জানান, গাঁজা গুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরার এতগুলো থানাকে ফাকি দিয়ে কি করে প্রায় ৬০০ কেজি গাঁজা বোঝাই একটি লরি আসামে প্রবেশ করে। কারন একটাই সবই কমিশন। কমিশন না দিলেই ধরপাকড়, আর কমিশন এলেই গ্রীন সিগন্যাল। এভাবেই নেশামুক্ত ত্রিপুরার আদ্যশ্রাদ্ধ চলছে।