Home BREAKING NEWS Bangladeshi Infiltration – আবার রেলস্টেশনে আটক ৭ (সাত) বাংলাদেশী

Bangladeshi Infiltration – আবার রেলস্টেশনে আটক ৭ (সাত) বাংলাদেশী

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

সোমবার উত্তর জেলার ধর্মনগর স্টেশনের বাইরে থেকে তিন শিশু সহ সাত জন সন্দেহ ভাজন বাংলাদেশী নাগরিককে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে হামসফর এক্সপ্রেস দিয়ে কিছু সন্দেহ ভাজন রোহিঙ্গা অথবা বাংলাদেশি নাগরিক ধর্মনগর রেল স্টেশনে নামবে। পরবর্তীতে তারা ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেই খবরের উপর ভিত্তি করে অভিযানে নামে স্হানীয় থানার পুলিশ। অভিযানে নেমে সোমবার বিকালে চারটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের বাইরে থেকে সন্দেহ ভাজন তিন শিশু সহ দুই মহিলা ও দুই পুরুষ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে যাত্রীদের কাছে ভারতীয় কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং তাদের কথায় অসংলগ্নতা দেখা দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। যাত্রীরা জানিয়েছে তারা সকলেই বাংলাদেশী। তবে দীর্ঘবছর ধরে অবৈধ ভাবে তারা ভারতের বেঙ্গালুরুর শহরে বসবাস করে আসছিলো। তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই। এরপরই ধৃতদের বিরুদ্ধে আইনে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। ধৃতরা হল মামুন রশিদ (২১), আলিজা বেগম (১৯), মোহমদ লিটন (৩৫), ফাতেমা বেগম (২৮) সহ তিন শিশু। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কক্সবাজার ও নড়াইল জেলায় বলে জানা গেছে।স্হানীয় থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করছে।

You may also like