Home Uncategorized বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে দক্ষিন হিচাছড়া এডিসি ভিলেজে ধন্যবাদ রেলি

বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে দক্ষিন হিচাছড়া এডিসি ভিলেজে ধন্যবাদ রেলি

by News On Time Tripura
0 comment

শান্তিরবাজারঃ

রাজ্যসরকারের জনকল্যানমুখী বাজেট পেশ করায় ও দক্ষিন হিচাছড়া এডিসি ভিলেজে ১৭৬ পরিবারের লোকজনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করায় রাজ্যসকারকে ধন্যবাদ জানিয়ে যুব মোর্চার উদ্দ্যোগে আজকে ধন্যবাদ রেলি সংগঠীত করাহয়েছে। আজকের এই রেলিশেষে সকলে একটি আলোচনাসভায় মিলিত হন। আলোচনা সভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী গুলি সম্পর্কে কিছু বক্তব্য জনসন্মুখে তুলেধরেন। তার পাশাপাশি জনকল্যানমুখী বাজেটের জন্য ত্রিপুরার জনপ্রীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোহয়। আজকের এই রেলি ও আলোচনাসভায় বিজেপি কর্মীসমর্থকদের পাশাপাশি আই পি এফ টি কর্মী সমর্থকরাও অংশগ্রহন করে। যুবমোর্চার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, যুব মোর্চার দক্ষিন জেলার সম্পাদক গকুল মোহন ত্রিপুরা, শক্তিকেন্দ্রের ইনচার্জ সুরেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা।

You may also like