Home BREAKING NEWS নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেই থানার, SDPO’র শরণাপন্ন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ

নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেই থানার, SDPO’র শরণাপন্ন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ

by News On Time Tripura
0 comment

কল্যানপুরঃ

কল্যাণপুর থানার প্রতি আস্থা হারিয়ে এবার মহকুমা পুলিশ আধিকারিকের শরণাপন্ন সচেতন এলাকাবাসীরা। ঘটনা মঙ্গলবার।

   উল্লেখ্য থাকে,, বিগত বেশ কিছুদিন ধরেই কল্যাণপুর থানার অন্তর্গত বেশ কিছু এলাকা থেকে নানা সময়ে নেশার বাড়বাড়ন্তে’র  অভিযোগ উঠে আসছিল। একাধিক ক্ষেত্রে পুলিশী  অভিযানের নামে এক প্রস্থ নাটক একাধিকবার সংঘটিত হয়েছে। পুলিশ নিজে থেকে নেশা কারবারীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ  না করায় সচেতন এলাকাবাসীরা সংঘবদ্ধ ভাবে প্রতিবাদে প্রতিরোধে শামিল হয়েছে।   এরই মধ্যে কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলী গ্রামের সচেতন মানুষজন পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে কল্যাণপুর থানার  একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ জানালেন মহকুমা পুলিশ আধিকারিকের কাছে মঙ্গলবার।

   এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, কল্যাণপুর থানার এস.আই  প্রেমজিৎ  রায় সহ একাধিক পুলিশ কর্মীদের সাথে এলাকার পরিচিত নেশা কারবারিদের দহররম মহরম সম্পর্ক রয়েছে, রাত বিরেতে পুলিশের সাথে নেশা কারবারীদের ঘনিষ্ঠতা রয়েছে বলেও  এলাকাবাসীদের অভিযোগ।  সাধারণ মানুষরা চাইছে এলাকার পরিবেশ ঠিক রাখতে নেশার ভয়াবহতা থেকে যেন দূরে থাকে যুব সমাজ। কিন্তু তারা এই সময়ের মধ্যে কল্যাণপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্ধিহান হওয়ায় মঙ্গলবার মহাকমা পুলিশ আধিকারিক প্রসূন  কান্তি ত্রিপুরার সঙ্গে সাক্ষাৎ করে রীতিমতো পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানালেন এলাকাবাসীরা।

      অভিযোগের পরিপ্রেক্ষিতে মহাকুমা পুলিশ আধিকারিক সরাসরি কিছু না বলেও এই বিষয়টা নিয়ে যে আগামী দিনে অনেকটাই জলঘোলা হবে  তার ইঙ্গিত কিন্তু আজ অনেকটা স্পষ্ট হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর তরফ থেকে দাবী করা হয়েছে যদি এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ না করে তাহলে এলাকার স্বার্থে,সমাজের স্বার্থে তারা বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করবে।

You may also like