Home BREAKING NEWS এক রাতে একই পাড়ায় চারটি গরু চুরি

এক রাতে একই পাড়ায় চারটি গরু চুরি

by News On Time Tripura
0 comment

গোলাঘাটিঃ

এক রাতে একই পাড়ার দুই বাড়িতে চোরের হানা। চুরি যায় চারটি গরু। গরু পাচার এবং গরু চুরি দুটি ঘটনাই একে অপরের পরিপূরক। আর ঈদের এই সময়টায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পায় রাজ্যের বিভিন্ন এলাকায়। তবে গরু চুরি এবং গরু পাচার উভয় ঘটনার বিরুদ্ধে তেমন কোন উদ্যোগ কিংবা সফলতা কোনটাই নেই বিশালগড় থানার। আর পাঁচটা ঘটনার মত এই চুরির ঘটনাও ধামাচাপা পড়ে থাকবে বিশালগড় থানার অফিসগৃহে। বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি কসবা এলাকায় সোমবার রাতে দুই বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। দুটি পরিবারের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। কসবার জ্যোৎস্না ভৌমিকের বাড়ি থেকে তিনটি গরু এবং পার্শ্ববর্তী ঘোষের দোকান এলাকার অতসী দাসের বাড়ির একটি গরু চুরি হয়। পরে উভয় পরিবার সাত সকালে বিশালগড় থানার দ্বারস্থ হলে ঘটনাস্থল পরিদর্শনে আসে বিশালগড় থানার পুলিশ। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর দাবী দিবস-রজনী ঘুনাক্ষরেও বিশালগড় পুলিশ এই এলাকা দিয়ে টহলদারি করে না। যার ফলে শুধুমাত্র রাত্রিকালীন সময়ে নয় দিনের বেলাতেও চোর, সমাজদ্রোহীদের আস্কারা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। আর আতঙ্কে দিন কাটছে সাধারণ জনগন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato