সাব্রুমঃ
ভারত বাংলা মৈত্রী সেতুর উপর BSF এবং BGB-র মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে হয় দ্বিপাক্ষিক বৈঠক
সোমবার ২৬ শে জুন ২০২৩ ইংরেজি সকাল ১১ ঘটিক ভারত বাংলা মৈত্রী সেতুর উপর দু’দেশের সীমান্তের সীমান্ত প্রহরী যথাক্রমে বিএসএফ এবং বিজিবির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সংঘটিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন BSF-এর পক্ষ থেকে ৯৬ নম্বর ব্যাটেলিয়ান এর কমান্ডেন্ট অভিমুন্য ঝা, ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পান্থ, বিএসএফের ১০৯ নম্বর ব্যাটেলিয়ানের ব্যাটেলিয়ান কমান্ডেন্ট অশোক কুমার ইয়াদাব এবং বিজিবির পক্ষে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার, B A কর্নেল S F মোরশেদ সারোয়ার, A F W C, P S C এর নেতৃত্বে
৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম p s c g।
জামিনী পাড়া জোন কমান্ডার,লেফটেন্যান্ট কর্ণেল A B মোহাম্মদ জাহিদুল করিম।৪০ বিজিবি পলাশপুর জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল সোহেল আহম্মদসহ GCO, স্টাফ অফিসারা