
তুলাশিখরঃ
বিভিন্ন দুর্নীতির ইস্যু নিয়ে তিপরা মথা দলের আশারাম বাড়ি ব্লক কমিটির পক্ষে শুক্রবার দুপুরে তুলাশিখর ব্লক কার্যালয় ঘেরাও করে ব্লক আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মোট দশ দফা দাবির ভিত্তিতে মথা দলের প্রতিনিধিরা ব্লক আধিকারিক মানষ মুরাসিং এর কাছে ডেপুটেশন প্রদান করলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে তুলাশিকর ব্লকের প্রত্যেক এডিসি ভিলেজে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, ভগ্ন রাস্তাঘাট সারাই করা, প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার ও কর্মী নিয়োগে দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা। এছাড়াও তুলাশিখর ব্লকের ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান পদটি সাংবিধানিকভাবে নিয়োগ করা, অবিলম্বে এডিসি ভিলেজ কমিটির সার্বিক উন্নয়নের জন্য এডিসির দ্বারা বিজ্ঞাপিত গ্রাম মনিটরিং কমিটির সঙ্গে পরামর্শ করা ও গ্রাম মনিটরিং কমিটির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা।
শুক্রবার সকাল থেকেই চাম্পাহাওর স্থিত ভারত সর্দার বিদ্যালয়ের মাঠে গাড়ি বোঝাই করে মথার কর্মী সমর্থিতরা এসে জোর হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে ব্লক কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়।মথার ডেপুটেশনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা আয়োজন করা হয় আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে। এই মিছিলে ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেষ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়িকা স্বপ্না দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিলটি ব্লক কার্যালয়ের মূল ফটকেই আটকে দেওয়া হয়।তখনই শুরু হয় মথা কর্মী সমর্থিতদের মধ্যে উত্তেজনা। মূল ফটকের ভেতরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাধা দান মুহূর্তেই ভেঙ্গে যায় কয়েক হাজার কর্মী সমর্থিতদের চাপে। উত্তেজিত কর্মী সমর্থিতরা ব্লক কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় বার বাধা প্রাপ্ত হন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দ্বারা। পরে দশ জনের একটি প্রতিনিধি দল ব্লক আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করেন। অন্যদিকে ব্লক কার্যালয়ের নিচে মথা নেতৃত্বরা একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মথার নেতৃত্বরা রাজ্যের জোট সরকারের বিভিন্ন কাজকর্মের প্রবল সমালোচনা করেন।