বামুটিয়া:
বামুটিয়া বিধানসভায় সোমবার সন্ধ্যা রাতে পৃথক ৩ টি যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভা গুলিতে মোট ৩৬ পরিবারের ১০৫ জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বামুটিয়া মণ্ডলের ৯ নং বুথে ৪ পরিবারের ১১ জন,১২ নং বুথের ৫ পরিবারের ১৩ জন ভোটার এবং ৪০ নং বুথে ২৭ পরিবারের ৮১ জন ভোটার বিজেপিতে সামিল হন।৩টি বুথ থেকে ৩৬ পরিবারের ১০৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।তাদের মধ্যে রয়েছে সিপিআইএম প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান পঞ্চায়েত সদস্য সহ সিপিআইএম, ও কংগ্রেসের সক্রিয় কর্মী সমর্থকরা।সব গুলি যোগদান সভাতেই উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া মণ্ডল সভাপতি বিজু পাল সহ অন্যান্য মণ্ডল নেতৃত্ব।এই যোগদান সভা গুলি নিয়ে ৩ নং বামুটিয়া মণ্ডল সভাপতি বিজু পাল উনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান যে মানুষ বামেদের পক্ষে নেই,তারা বামেদের ভোট দিয়ে এলাকার কোনো উন্নয়ন দেখতে পাননা।যার কারণে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে বিরোধী জোট অর্থাৎ সিপিআইএম জয়ী হলেও এলাকার উন্নয়নে বামেদের ভূমিকা শূণ্য তাই মানুষ সিপিআইএম কংগ্রেস ছেড়ে পুনরায় ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন।কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই একমাত্র সবকা সাথ,সবকা বিকাশ করতে পারেন।তিনি আশাবাদী আগামীদিনে ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি পুনরায় বিপুল জনমত নিয়ে পঞ্চায়েত স্তর থেকে বিধানসভা স্তরে ক্ষমতায় আসবে।