কৈলাশহরঃ
সোমবার সকালে গৌরনগর আর ডি ব্লকের সামনে পথ অবরোধ করে এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ জাতীয় সড়ক নির্মাণ কারী সংস্থা জাতীয় সড়ক নির্মাণ করার সময় জল নিষ্কাশনের জন্য ওরা ড্রেন তৈরি করে নাই যার ফলে বিগত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে অনেকের বাড়ি জলের নিচে আছে পাশাপাশি জাতীয় সড়কের পাশে ধানের জমিগুলোতে বন্যায় পরিণত হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং গৌরনগর আরডি ব্লকের ভিডিওকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে গৌরনগর আরডি ব্লকের সামনে কৈলাসহর কুমারঘাটের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার এস আই মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী খবর লেখা পর্যন্ত কোন আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি এলাকাবাসীদের দাবি যতক্ষণ না কোন আধিকারিক এসে তাদের সমস্যা সমাধান না করছেন ততক্ষণ উনাদের পথ অবরোধ জারি থাকবে যার ফলে রাস্তার দুপাশে আটকে পরে বহু যানবাহন।