রাজ্যঃ
নরেন্দ্র মোদীর ৯ বছর পুর্তি এবং এই ৯ বছরে কেন্দ্রিয় সরকারের কাজের রিপোর্ট কার্ড নিয়ে ইতিমধ্যে ২০২৪ এর নির্বাচনে নেমে পরেছে ভারতীয় জনতা পার্টি। দেশের সবকয়টি রাজ্যের সাথে ত্রিপুরাতেও প্রচারে নেমে পড়েছে বিজেপি। প্রদেশ বিজেপির এই প্রচারে গতি দিয়ে গেলেন রাষ্টিয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।
বুধবার রাতেই তিনি রাজ্যে আসেন। রাতে দলের কোর কমিটির সাথে বৈঠকের পর বৃহস্পতিবার সকালেই “সম্পর্ক সে সংগঠন” কর্মসূচীর অংগ হিসাবে রাজধানীর প্রভাবশালী দুই বাড়িতে যান জেপি নাড্ডা। ভারত সরকারের দ্রোনাচার্য সম্মানে ভূষিত বিশ্বেশ্বর নন্দি এবং রাজ্যের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী তিথি দেব্বর্মনের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন । সাক্ষাতে মোদী সরকারের ৯ বছরের উপলব্ধি নিয়ে আলচনা করেন।
তারপর দিনের দ্বিতীয় কর্মসূচীতে শান্তিরবাজারে দলীয় সনসভাকে সম্বোধন করেন তিনি। শান্তিরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে শনিবার ভীড় ছিল চোখে পরার মত। এদিনের জনসভায় জেপি নাড্ডা কংগ্রেস এবং সিপিএমকে একহাত নেন। কংগ্রেসকে দুর্নীতি এবং পরিবারবাদের দল এবং সিপিএমকে আইন অমান্যকারী দল হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বিজেপি মানে উন্নয়ন, ইন্টারনেট, জাতীয় সড়ক বলে উল্লেখ করেন জেপি নাড্ডা।
সভায় রাষ্টীয় সভাপতির সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব সহ দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব সহ বিধায়করা।