আগরতলাঃ
মহারাজায় আস্থা হারাচ্ছে জনজাতিরা। গ্রেটার তিপ্তাল্যান্ডের নামে জনজাতিদের আবেগের সাথে আরও একবার রাজনীতি করে গেলেন প্রদ্যুত। ভোটের আগে এবং ভোটের পরে প্রদ্যুতের কথায় আকাশ পাতাল ফারাক। প্রদ্যুতের অপরিপক্ক এবং ফেইসবুক লাইভ সর্বস্ব রাজনীতিতে ক্ষুব্ধ দলের নেতৃত্বরা। আড়ালে চলে গেছেন বিজয় রাংখল এবং মেবার কুমার জমাতিয়ার মত নেতারাও। সাথে মোহভঙ্গ হচ্ছে সাধারণ কর্মী সমর্থকদের । আর সেই কারনের ধীরে ধীরে দুর্বল হচ্ছে তিপ্রামথা। এবার তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির সদস্য সহ , মহিলা ও যুব সংগঠনের মোট ১৩ জন নেতৃত্ব ছাড়লেন তিপ্রামথার হাত। যোগদান করলেন বিজেপিতে। শনিবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে এই যোগদান সভায় দলের সভাপতি রাজীব ভট্টাচার্যি এবং সাংসদ রেবতি ত্রিপুরার হাত ধরে তারা বিজেপিতে সামিল হন।