সাব্রুম:
প্রখর দাবদাহের মধ্যে রাজ্যজুড়ে বর্ষা এবং বৃষ্টির অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। গ্রীস্মের প্রচন্ড গরমে ছটফট করা মানুষের অপেক্ষার অবসান ঘটে রাজ্যে শুরু হয় বৃষ্টির শীতলতা। তবে বৃষ্টির সাথে ঝড়ো হওয়া এবং বজ্রপাতের ফলে রাজ্যের একাধিক স্থানে বজ্রাঘাতে আহতের ঘটনা শুরু হয়। শনিবার সকাল থেকে সাব্রুমের বিভিন্ন স্থানে মুসরধারে বৃষ্টিপাতের সাথে শুরু হয় বজ্রপাত। আর এই ভারী বজ্রপাতের ফলে সাব্রুম মহকুমার একাধিক স্থানে আহত হয় সাধারণ মানুষ। দমদমা বি.কে.পল্লী. গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মতি লাল মজুমদার (৬২) ও উনার স্ত্রী অর্চনা মজুমদার (৫৭) এবং থাইবুং গ্রাম পঞ্চায়েতের নাকাষী টিলার বাসিন্দা বাসন্তী দেবনাথ (৪৫) বাজ পরে আহত হয়। আহত তিনজনকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত তিন জনের চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে।