
কৈলাশহরঃ চা বাগান শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হীরাছড়া চা বাগানের শ্রমিকরা । অন্যান্য বাগানের শ্রমিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পান কিন্তু হিরাছড়া চা বাগানের শ্রমিকদের সরকারের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয় না। উক্ত বিষয় নিয়ে আজ হীরাছরা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বাগান শ্রমিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুনীল বাউরী হীরাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ইন্দ্র উরাং হীরাছড়া ২১ নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি শ্রীকুমার ধরকার গুজরাল উরাং থেকে শুরু করে আরো অনেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতা সুনীল বাউড়ি বলেন রাজ্যের চা বাগান শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেলেও এই হীরাছরা চা বাগানের শ্রমিকরা সম্পূর্ণরূপে বঞ্চিত তাদের কোন সহযোগিতা দেওয়া হচ্ছে না হীরাছড়া বাগান শ্রমিকদের দাবি বাগান মালিক যেই হোক না কেন তাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া হয় আগামী দিনে তারা সুযোগ-সুবিধা না পেলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান চা বাগান শ্রমিকরা।