কৈলাশহরঃ
অবৈধ সম্পর্কের জেরে এলাকাবাসীর ক্ষোভে পরল এক বয়ষ্ক যুগল। পরক্রিয়া সন্দেহে এক ব্যক্তি ও এক বিধবা মহিলাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠল কৈলাশহরের কামরাঙ্গা বাড়ি এলাকায়। জানা যায় পশ্চিম কাউলিকুরা এলাকার গৌতম দেবনাথ নামে এক ব্যক্তি প্রতিনিয়ত নেশা পান করার জন্য কামরাঙ্গা বাড়ি এলাকায় সেই বিধবা মহিলার বাড়িতে আসত, এর ফলে ওই বিধবা মহিলার সাথে গৌতম দেবনাথের সম্পর্ক তৈরী হয়। গতকাল অর্থাৎ শনিবার রাতে ওই বিধবা মহিলার বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসে গৌতম দেবনাথ। ঐ রাতেই কোন একটা বিষয় নিয়ে মহিলার পরিবারের সাথে ঐ ব্যক্তির ঝগড়া হয় ।
তবে পরের দিন অর্থাৎ রবিবার সকালেই আবার সেই বাড়িতে আসে গৌতম দেবনাথ। আর তারপর এলাকাবাসীরা সেই বিধবা মহিলা এবং গৌতম দেবনাথকে আটক করে তাদের উপর অবৈঢ সম্পর্কের অভিযোগ তুলে ধরে। সেই ব্যক্তি এবং বিধবা মহিলাটিকে বেধড়ক মারধর করে, এমনকি ওদেরকে একটি গাছের সাথে বেঁধে মাথা ন্যাড়া করে অপমানিত করা হয়। বিচারের নামে সাধারন মানুষের আইন হাতে তুলে নেওয়া এক প্রকার ট্রেন্ডে পরিনত হচ্ছে। তবে এলাকাবাসীর বিরুদ্ধে আইনী পদক্ষেপের কথা জানান গৌতম দেবনাথ। তবে ই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষনের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।