বিলোনিয়াঃ ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য আরো কি করে বাড়ানো সম্ভব এবং বিলোনিয়া মুহুরী ঘাট বাণিজ্য বন্দরের কি সমস্যা রয়েছে তা সরজমিনে দেখতে আজ বিলোনিয়া মুহুরী ঘাট চেক পোস্টে এলেন বাংলাদেশের বাণিজ্য দপ্তরের মন্ত্রী ডক্টর আতিকুল হক। সাথে ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ সহ দুই দেশের বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং সীমান্ত রক্ষী বাহিনীর স্থানীয় আধিকারিক। যদিও বিলোনিয়া বাণিজ্য বন্দর দিয়ে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে অগাধ সুযোগ থাকলেও বিলোনিয়া মুহরিঘাট সীমান্ত বন্দরের পরিকাঠামোগত অভাবের কারণে মাছ সহ বিভিন্ন সামগ্রী আমদানি রপ্তানিতে অসুবিধা রয়েছে। বাংলাদেশের দিক থেকে যদিও বাণিজ্য বন্দরের পরিকাঠামো যথেষ্ট রয়েছে। বিলোনিয়া মুহুরিঘাট চেকপোস্ট এবং বাণিজ্য বন্দর তৈরিতে বাংলাদেশের পক্ষ থেকে বাধা দান করা হচ্ছে এই বিষয়টি জেলা শাসক বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর কাছে আর্জি লিখেছিলেন বিষয়টা দেখে দ্রুততার সাথে সমাধান করে কাজ শুরু করার জন্য। বাংলাদেশের বানিজ্যমন্ত্রী আতিকুল হক এ বিষয়ে জেলাশাসককে আশ্বস্ত করেন তিনি বিষয়টি নিয়ে দ্রুততার সাথে সমাধান করার উদ্যোগ গ্রহণ করবেন। এই দিক থেকে বাংলাদেশের মন্ত্রী আজকে এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তিনটি দেশের প্রতিনিধি গতকাল সাব্রুমের মৈত্রী সেতু পরিদর্শন করেছিলেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছিলেন আজ বিলোনিয়া এবং সোনামূড়া এই দুটি বাণিজ্য বন্দর ঘুরে দেখলেন প্রতিনিধি দলটি।