Home ভারত রাজ্যে এসে কাশ্মীর এবং রামমন্দিরের গান গাইলেন অমিত শাহ

রাজ্যে এসে কাশ্মীর এবং রামমন্দিরের গান গাইলেন অমিত শাহ

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

 বৃহস্পতিবার জন বিশ্বাস যাত্রার সুচনার মধ্য দিয়ে ২০২৩ এর নির্বাচনের বিগুল বাজাল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরেই নির্বাচনী ময়দানে সমগ্র শক্তি নিয়ে নেমে পড়ল বিজেপি। নির্বাচনী মরশুম। আর রাজ্যে এসে নিজের বক্তব্যে সেনা, রামমন্দির, কাশ্মীর, ৩৭০ ধারার উল্লেক্ষ করে ভারতীয় জনতা পার্টির চিরাচরিত প্রথাতেই ভাষন রাখলেন অমিত শাহ।   সকালে ধর্মনগরের পর বিকালে  দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মাইকেল মধুসূদন দত্ত কলেজ সংলগ্ন মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জনবিশ্বাস যাত্রা ও জনসমাবেশ। বৃহস্পতিবার বিকাল ৩:০০ টা নাগাদ সাবরুমের এই জনবিশ্বাস যাত্রা ও জনসমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া ও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন ও সাংসদ বিপ্লব কুমার দেব সহ একাধিক মন্ত্রী ও বিধায়করা। তিনি তার বক্তব্যে বলেন বিগত পাচ বধর শুধুমাত্র ট্রেইলার ছিল। উন্নয়নের জোয়ার দেখতে হলে পুনরায় ২০২৩ এ বিজেপি সরকার প্রতিষ্ঠার আবেদন রাখেন তিনি। সাব্রুমে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের অধিকাংশই পাকিস্তান, ভারতীয় সেনা, কাশ্মীর, রামমন্দিরের উল্লেক্ষ রাখেন। তাছাড়া রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিজেপি সরকারের সময়কালে সর্ব ক্ষেত্রে উন্নয়নের তথ্য তুলে ধরে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার দাবী করেন ।  

You may also like