
ঝাড়গ্রামঃ
পশ্চিম বাংলায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সরকারের দুর্নীতির পর্দাফাঁস করল ত্রিপুরা প্রদেশ বিজেপি যুবমোর্চা সভাপতি তথা রাজ্যের বিজেপি বিধায়ক সুশান্ত দেব। রাজ্যের দুই পর্যায়ের ভোট শেষে শাসক বিরোধী দলের অধিকাংশ নেতারাই পশ্চিম বাংলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত। এর মধ্যে পশ্চিম বাংলার ঝাড়গ্রামে বিজেপির হয়ে প্রচারে নেমেছেন প্রদেশ বিজেপি যুবমোর্চা সভাপতি তথা বিজেপি বিধায়ক সুশান্ত দেব। প্রচারে নেমে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন মহকুমার প্রত্যন্ত এলাকার গ্রামে গ্রামে উঠান সভা, পথ সভা সহ দলীয় প্রচারে চষে বেড়াচ্ছেন সুশান্ত দেব। আর সেই প্রচারে গিয়ে তৃণমূল সরকারের গ্রামীণ রাস্তা নির্মাণের ব্যপক দুর্নীতির পর্দাফাঁস করতে দেখা গেল সুশান্ত দেবকে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামকিশোরপুর থেকে ইন্দ্রডাঙ্গা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয় ৬৪ লক্ষ ২৪ হাজার ৮৪৯ টাকা। এই হিসাব দেখিয়ে রাস্তায় সাইনবোর্ডও লাগানো হয়। কিন্তু সেই রাস্তায় একটি ইট কিংবা কংক্রিটের চিহ্ন পর্যন্ত নেই। এরকম চাঞ্চল্যকর অভিযোগ করলেন ত্রিপুরার বিধায়ক সুশান্ত দেব। পশ্চিমবঙ্গ সকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত এই রাস্তাটির তত্বাবধানে ছিল ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি। কিন্তু ৬৪ লক্ষের এই রাস্তাটিতে একটি ইটও খুঁজে পাওয়া যায়নি। জনগনের উন্নয়নের জন্য ররাদ্দ টাকার ১০০ ভাগই গিল খায় নেতারা। ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে গিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়কের।