Home BREAKING NEWS ভাতিজার হামলায় রক্তাক্ত কাকা

ভাতিজার হামলায় রক্তাক্ত কাকা

by News On Time Tripura
0 comment

সোনামুড়াঃ

কাকা ভাতিজার বাকবিতণ্ডাকে কেন্দ্র করে গুরুতর ভাবে আহত কাকা। ঘটনা শুক্রবার সন্ধ্যায় মেলাঘর ইন্দিরা নগর এলাকার ৮ নং ওয়ার্ডে। জানা গেছে পূর্ব শত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে মসজিদে ইফতার কে কেন্দ্র করে বাক বিতন্ডা হয় পরে মানিক ভূঁইয়া তার কাকা আবুল কালাম এর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ভাতিজার ধারালো অস্ত্রের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে কাকা আবুল কালাম। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে আবুল কালামকে রক্তাক্ত অবস্থায় সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালের রেফার করে দেয়। এদিকে এই ঘটনায় আবুল কালামের পরিবারের লোকজন ভাতিজা মানিক ভূঁইয়ার বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে মেলাঘর থানার পুলিশ অভিযোগ হাতে নিয়ে অভিযুক্ত ভাতিজা মানিক ভুইয়াকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অভিযুক্ত ভাতিজা মানিক ভূঁইয়া পলাতক বলে জানা গেছে।

You may also like