Home BREAKING NEWS হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম..! আদৌ কি ফিরে পাবেন আপনার একাউন্ট..? জানুন বিস্তারিত…

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম..! আদৌ কি ফিরে পাবেন আপনার একাউন্ট..? জানুন বিস্তারিত…

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ করে বিশ্বজুড়ে বন্ধ হয়ে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম । ভারতবর্ষের পাশাপাশি সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় ফেসবুক ও instagram ইউজাররা যার যার মোবাইলে প্রোফাইল খুললেই দেখাচ্ছে সেশন টাইমড আউট। তারপর পাসওয়ার্ড দিলেও খুলছে না প্রোফাইল। এক্ষেত্রে বিশেষজ্ঞরা ফেসবুক এবং instagram সার্ভারে সাইবার হ্যাকিংয়ের আশঙ্কা প্রকাশ করছেন। একসাথে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট লগইন করতে গেলে সার্ভার হ্যাক হয়ে যায় । এক্ষেত্রেও এই ধরনের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। কিন্তু ফেসবুকের পক্ষ থেকে এখনো আধিকারিকভাবে কিছুই জানানো হয়নি।

You may also like