সোনামুড়াঃ
উত্তর মহেশপুর স্কুল সংলগ্ন এলাকায় গার্হস্থ্যে হিংসার শিকার গৃহবধূ। সোমবার ভোর রাতে যাত্রাপুর থানা পুলিশ আঘাতে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। জানাযায় গত ২৯ শে জানুয়ারী বড় নারায়ন এলাকায় গৃহবধূ পলি রানী বণিককে পাষন্ড স্বামী অঞ্জন দাস কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে সাংসারিক ঝামেলাকে কেন্দ্র করে। দীর্ঘ একমাস পর স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ২৯ শে ফেব্রুয়ারি উত্তর মহেষপুর স্কুল টিলা এলাকায় বাপের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ পলি রাণী বণিক। পরবর্তী সময়ে মৃত গৃহবধূ বাবা খগেন চন্দ্র বণিক যাত্রাপুর থানায় আসন্ন স্বামী অঞ্জন দাসের বিরুদ্ধে যাত্রাপুর থানায় মৃত গৃহবোধক পলি রানী বণিকের উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। যাত্রাপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে সোমবার বোঝাতে বড় নারায়ন এলাকা থেকে ভাষণ দশমী অঞ্জন দাস কে গ্রেফতার করে। সোমবার অভিযোগ থেকে সোনামুড়া আদালতে সোপর্দ করে। পুরো ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত জানান যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ সোমবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে।