Home BREAKING NEWS রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

বিদেশি ড্রাগস পাচারকারীদের স্থানীয় সহযোগীদের সামাজিক বয়কটের ডাক দিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার রাজভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জানান, স্থানীয় সমস্যাগুলি সম্পর্কে অবহিত হতে তিনি রাজ্যের বিভিন্ন স্হান সফর করবেন।
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে রবিবার রাজ্যে ড্রাগসের বারবাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।সোমবার রাজভবনে সাংবাদিক সম্মেলন করেও সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জানান ,বাংলাদেশ এবং বার্মা থেকে রাজ্য হয়ে মাদকদ্রব্য বিভিন্ন প্রদেশে পাচার হচ্ছে ।এই কাজে স্থানীয় কিছু মানুষ মাদক পাচারকারীদের সাহায্য করছে।এরা দেশবিরোধী, এদের চিহ্নিত করে সামাজিক বয়কট করার আহ্বান জানান রাজ্যপাল।সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জানান ,অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ রয়েছে এই রাজ্যে ।এর পাশাপাশি রাজ্যের কিছু কিছু স্থানে বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যাও রয়েছে। বিষয়গুলি সম্পর্কে অবহিত হতে তিনি গোটা রাজ্য ঘুরে বেড়াবেন।

You may also like