Home BREAKING NEWS গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিসংযোগ, আগুন নেভাতে গিয়ে আহত ৪ দমকল কর্মী

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিসংযোগ, আগুন নেভাতে গিয়ে আহত ৪ দমকল কর্মী

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

ঘটনার বিবরণের জানা যায় বৃহস্পতিবার সকালে বিশালগড় তরুণ সংঘ ক্লাবে বিবাহ অনুষ্ঠানের রান্না কাজ চলছিল। ঠিক সেই সময় বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে । আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের । তারা দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখায় আহত হয় ৪ জন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী, আহত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হলো শংকর দেববর্মা, রঞ্জিত দাস, তাপস দেবনাথ, সঞ্জিত দেবনাথ। আহত চার অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের কে মহাকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয় বিশাল অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রনে এনেছে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।

You may also like