ধর্মনগরঃ
বিয়ের প্রতিশ্রুতি নিয়ে মসজিদের ইমাম কর্তৃক ধর্ষনের ধর্ষনের শিকার এক নাবালিকা। থানায় ধর্ষনের মামলা।পলাতক বহিঃ রাজ্য অসমের করিমগঞ্জ জেলার নিলাম বাজারের ইমাম রেহান উদ্দিন।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার সাকাই বাড়ি এলাকায়।জানা গেছে,ধর্মনগরের সাকাই বাড়ি মসজিদের ইমাম রেহান উদ্দিন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকার সাথে দেড় বছর পূর্বে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। ইমাম তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়।গত তিন মাস ধরে নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে ধর্ষিতা ও তার মায়ের অভিযোগ।শনিবার ফোন যোগে ইমাম নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করলে নাবালিকা কান্না কাটি শুরু করে।তখন নাবালিকার মায়ের নজরে আসলে নাবালিকা তার মায়ের কাছে সব খুলে বলে। তারপর এদিন রাতেই ধর্ষিতা নাবালিকা দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ এনে ইমামের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় ধর্ষনের মামলা দায়ের করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম গা ঢাকা দিয়েছে।ধর্মনগর মহিলা থানার পুলিশ লিখিত ধর্ষনের অভিযোগ পেয়ে অসমের নিলাম বাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত ইমামকে জালে তুলার প্রক্রিয়া জারি রেখেছে।