চড়িলামঃ
রাজ্যজুড়ে ঝিমিয়ে চলছে ট্রাফিক ব্যবস্থা। আর প্রতিদিন একাধিক দূর্ঘটনায় হয়ত আহত নয় প্রান হারাচ্ছে বহু মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই টড়াফিক বিধি না মানার ফলে হচ্ছে দূর্ঘটনা। আর এই বিষয়ে ট্রাফিক দপ্তরের ভূমিক রাস্তায় দাঁড়িয়ে ৫০-১০০ টাকা বাড়তি কামাই করা ছাড়া আর কিছুই নেই। আগরতলা উড়ালপুলের ভয়য়ানক দূর্ঘটনায় দুটি আকাল মৃত্যুর পর চড়িলামে সোমবার সাত সকালে অল্পেতে প্রানে বাচল এক বাইক চালক। সোমবার সকাল প্রায় ১০ টা নাগাদ একটি যাত্রীবাহী ক্রুইজার গাড়ি পেছন থেকে ধাক্কা মারে একটি বাইককে। সঙ্গে সঙ্গে বাইকটি গাড়ির তলায় চলে যায়। তবে তাৎক্ষণিক বিচক্ষণতায় বাইক থেকে ঝাপ দিয়ে প্রান রক্ষা করেন বাইক চালক।