Home ত্রিপুরা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ব্রাত্য রেখে বিলোনিয়া বিদ্যাপীঠের বিতর্কিত প্লাটিনাম জুবলি

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ব্রাত্য রেখে বিলোনিয়া বিদ্যাপীঠের বিতর্কিত প্লাটিনাম জুবলি

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

১৯৫০ সালে পথ চলা শুরু হয় বিলোনিয়া বিদ্যাপীঠ দ্ধাদশ শ্রেনি বিদ্যালয় এবছর ৭৩ বছরের পূর্ণ করলো বিদ্যালয়টি। কিন্তু দলতন্ত্রের যাতা কলে প্লাটিনাম জুবলি পালন করলো বিদ্যালয়টি। বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজ বিদ্যাপিঠ দ্ধাদশ শ্রেনী বিদ্যালয় কলোবরে বৃদ্ধি হয়েছে চিলেকোঠা ক্লাস রুম থেকে দ্ধিতল ভবনে। এই বিদ্যালয়ের সোনামুখী কলঙ্কিত করলো, যুগের পরিবর্তনের সাথে সাথে বর্তমান সরকারের প্রচেষ্ঠায় বাংলা মিডিয়াম থেকে ধাপে ধাপে উন্নীত করন করা হচ্ছে ইংলিশ মিডিয়ামে । এই স্কুলের বহু ছাত্র ছাত্রীরা মেধা তালিকাতে নাম নথিভুক্ত করে রাজ্যের ও দেশের মধ্যে সুনাম অর্জন করে স্কুলের মুখ উজ্জ্বল করে তুলে ধরেছে। সকলেই আজ লজ্জিত। প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ আজ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিক, এমন কি শিক্ষক শিক্ষিকা, বিধায়ক ও সাংবাদিক পেশায় নিয়োজিত হয়ে যথেষ্ট সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এই বিদ্যাপীঠ দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি সকলের কাছে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে । পনের দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামে প্লাটিনাম জুবলির উদযাপন কমিটি, কি করে এই মূর্খতার প্রমাণ রাখলো দায়িত্ববানরা। আজ ছিল প্লাটিনাম জুবলির সমাপ্তি অনুষ্ঠান । এই সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে রক্তদান শিবির যেমন হয়েছে তেমনি হয়েছে সমাপ্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। প্রাক্তন ছাত্র ছাত্রীদের ব্রাত্য রাখা হয়েছে বিদ্যাপিঠ দ্ধাদশ শ্রেনি বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি থেকে। আমন্ত্রন জানানো হয় নি প্রাক্তন ছাত্র ছাত্রীদের, এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিলোনিয়া জুড়ে। যারা এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিল না, তাদেরকে আমন্ত্রন জানিয়ে কি ধরনের প্লাটি নাম জুবলি অনুষ্ঠান করলো উদযাপন কমিটি তা নিয়ে গুঞ্জন রয়ে গেছে। সোনা আমার সাথে চলা বিদ্যালয়টি আজ কলঙ্কিত কিছু লোকের কারণে।যাই হোক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্লাটিনাম জুবলির সমাপ্তি অনুষ্ঠান । বিদ্যাপিঠ সুবর্ন জয়ন্তী ভবনে হয় সমাপ্তি অনুষ্ঠান । এই দিনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, এস সি আর টি অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক , বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান নিতাই চরন মজুমদার ও সম্পাদক অনুপম চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনার পর নৃত্য ও সঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে সমাপ্তি হয় বিদ্যালয়ের বিতর্কিত প্লাটিনাম জুবলি অনুষ্ঠান । এই বিদ্যালয়ের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে বিতর্কিত প্লেটিনম জুবলীর কথা।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato