উদয়পুরঃ
৬০ বোতল দেশি মদ সহ আটক এক। সংবাদে জানাজায় উদয়পুর ব্রহ্মাবাড়ির সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিদিন দেশি মদ বিক্রি করে পরিবেশ নষ্ট করছিল এক ব্যক্তি। অভিযোগ পাওয়ামাত্র আর কেপুর থানার ASI বিষ্ণু পাল সোমবার সন্ধ্যা থেকে উৎপেতে বসে থাকে উদয়পুর ব্রক্ষ্মাবাড়ি এলাকায়। প্রতিদিনের মত হঠাৎ করেই এক ব্যক্তি হাতে দেশি মদের বোতল ভর্তি ব্যাগ নিয়ে আসে সেই স্থানে। সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে প্রায় ৬০ লিটার দেশি মদ উদ্ধার করে পুলিশ। এদিকে অভিযুক্ত কে আর কেপুর থানায় এনে গ্রেপ্তার করার পর হঠাৎ করে অভিযুক্ত রেগে গিয়ে পুলিশ অফিসার কে বলতে থাকে আমরা কি বিক্রি করব না দেশি মদ ?