কৈলাশহরঃ
অর্থের প্রলোভনে নাবালিকা কন্যার সাথে সহবাস করছে ৬৫ বছরের বৃদ্ধ । আর এতে মদদ দিচ্ছে নাবালিকা কন্যার গর্ভধারিনী মা । টাকার জন্য নাবালিকা কন্যার দেহ বিক্রি করছে মা। শুক্রবার জোরপূর্বক আবারো সেই নাবালিকা কন্যার সাথে সহবাস করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়লো ৬৫ বছরের সাফাই কর্মী সুবীর দাস। ঘটনা কৈলাশহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডোলুছড়ায় । জানা যায় স্থানীয় ১৫ বছরের এক নাবালিকার সাথে অভিযুক্ত সুবীর দাস বেশ কয়েকবার অর্থের প্রলোভন দেখিয়ে সহবাস করেছে । মেয়েটির অনিচ্ছা সত্বেও নিজ মায়ের চাপে তাকে সহবাস করতে হয় এই বৃদ্ধের সাথে। শুক্রবার আরো একবার জোরপূর্বক সহবাস করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এই লম্ফট । অভিযুক্ত সুবীর দাসের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে, যারা নিজেরাও বিয়ে করে সংসার করছে। এমতাবস্থায় 65 বছরের বৃদ্ধ কর্তৃক পনের বছরের নাবালিকার উপর এই শারীরিক অত্যাচারের খবরে চাঞ্চল্য ছড়ায় গোটা কৈলাশহর জুড়ে। পরে স্থানীয় এলাকাবাসীদের মদতে কৈলাসহর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।