Home BREAKING NEWS জ্যাঠুর আক্রমণে আহত ভাতিজা ও ভাতিজার স্ত্রী

জ্যাঠুর আক্রমণে আহত ভাতিজা ও ভাতিজার স্ত্রী

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

প্রখ্যাত সেই লোক সংগীত – “একদিন মাটির ভেতরে হবে ঘর, ও মন আমার কেন বাধো দালান ঘর।“ এই গানগুলো একদিকে আমাদের জীবনের আসল অর্থ শেখায়। আর অন্যদিকে পার্থিব চাহিদায় আপন জেঠূর হাতে প্রাণঘাতী আক্রমনের শিকার হচ্ছে ভাতিজা। সম্পত্তির বিবাদের আপন জেঠুর প্রাণঘাতী আক্রমণে হাসপাতালে স্থান হল ভাতিজা এবং তার স্ত্রীর । ঘটনা বুধবার সকাল ৯ টায় সাব্রুম থানার অন্তর্গত রানীরবাজার নাগাশী টিলায়। আহত ভাতিজা এবং তার স্ত্রীকে সাব্রুম হাসপাতালে ভর্তী করা হলে তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত জ্যেঠু জহরলাল দেবনাথকে গ্রেপ্তার করেছে সাব্রুম পুলিশ।

You may also like