
বিশালগড়ঃ
রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরকারি নিয়োগে স্বচ্ছতা আনার দাবি করছে। যোগ্যতা অনুসারে পরীক্ষার মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিন্তু অন্যদিকে সরকারের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে এক প্রতারক চক্র বা দালাল চক্র সরকারের নাম কালিমালিপ্ত করছে। রাজ্যের এই প্রতারক চক্রের অন্যতম নাম বিশালগড়ের মনোজিৎ দে। ইতিমধ্যেই নিউজ অন টাইম মনোজিৎ এর প্রতারণা নিয়ে খবর প্রকাশিত করেছে। উল্লেখ্য মনোজিতের বাড়ি বিশালগড়ের ২ নং গৌতমনগর এলাকায়। সাধারণ বেকার যুবকদের চাকরির ফাঁদে ফেলে অর্থ আদায় করা তার পেশা। সে নিজেকে বিশালগড় মহকুমা শাসক অফিসের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ বেকার যুবকদের সরকারি অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রলোভন দেখায়, এমনকি চাকরির ভূয়া অফার লেটার এবং পরিচয় পত্র দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। তারপর তাদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। আর টাকা হাতিয়ে নেবার পর যোগাযোগ বন্ধ। কিছুদিন আগে চড়িলামের এক বেকার যুবক তার বিরুদ্ধে অভিযোগ এনে বিশালগড় থানায় মামলা করেছে। বুধবার মেলাঘর থেকেও আরেক যুবক এই মনোজিতের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা দাখিল করেছে বিশালগড় থানায়। মেলাঘরের পোয়াংবাড়ির রাহুল বর্মনের কাছ থেকেও চাকরি দেবার নাম করে কুড়ি হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই মনোজিৎ। এমনকি তাকে মাসিক ১৬৫০০ টাকা বেতনের চাকরির অফার লেটার এবং ভুয়া পরিচয় পত্র প্রদান করে মনোজিৎ। শুধু তাই নয় তার শ্বশুরের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেওয়ার নাম করে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয় মনোজিৎ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মহকুমা শাসক কার্যালয়ের নাম বিক্রি করে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেবার পরও বহাল তবিয়তে ঘুরছে মনোজিৎ। আর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসলেও এখনো পর্যন্ত তাকে আটক করার উদ্যোগ দেখায়নি বিশালগড় থানা।