Home BREAKING NEWS ফিসারির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

ফিসারির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ

ফিশারির জলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার ঘটনাটি ঘটে কৈলাশহর রাংরুঙ এলাকায়। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা কৌশলা গুয়ালা বয়স ৪০ পাশাপাশি ওই মহিলা অবিবাহিত সংবাদে আরো জানা যায় যে ওই মহিলা বিকলাঙ্গ ও মিরগি বেমারি দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে চলছিল ওই মহিলা আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে ধর্মনগর থেকে ঔষধ না এনে খাওয়ানোর কারণে কৈলাসহর থেকে কিনে খাওয়ান হচ্ছিল কিন্তু সেই ওষুধে পাওয়ার কম থাকার কারণে কাজ হয়নি কিছু কৌশলা গুয়ালা আজ সকালে ফিশারির জলে স্নান করতে গেলে ফিশারির জলের মধ্যে পড়ে যায় জলে পড়ার সাথে সাথে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের খবর দিলে তারা এসে ওই মহিলাকে জল থেকে উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু যাওয়ার পর চিকিৎসা শুরু করে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু হওয়ার দশ মিনিটের মাথায় ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়ে উক্ত ঘটনা কে কেন্দ্র করে গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।

You may also like