চড়িলামঃ
সমাজের চরম অধপতনের শিকার আরও এক অবুঝ শিশু। কলেজ পড়ুয়া যুবকের লালশার শিকার ছয় বছরের শিশুকন্যা। চড়িলাম ব্লকের অধীন চেছরীমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনী এলাকার ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠে এক কলেজ পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে । রবিবার সকালে চ্যাটার্জী কলোনী এলাকার প্রমিলা বাহিনী কলেজ পড়ুয়া অভিযুক্ত ছাত্র ইফরান হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়। গত বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ চ্যাটার্জি কলোনি এলাকায় ছয় বছরের শিশুকে বাড়িতে একা পেয়ে নিজের লালশা মেটায় সেই যুবক। অসহায় দরিদ্র পরিবার হওয়ায় ঘটনাটি প্রথমে ধামাচাপা পরে যায়।পরে এলাকায় মহিলাদের চাপে সেই ঘটনা শিকার করে অভিযুক্ত যুবক। পরে যুবককে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় । প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যার সাথে এই যঘন্য ঘটনায় ছি ছি রব উঠে এলাকায় । এলাকার জনগণ যুবকের কঠোর শাস্তি দাবি করে।