উদয়পুরঃ
গোমতি জেলার এগ্রিকালচার ডেপুটি প্রজেক্ট অফিসের সহ অধিকতা দেবাশীষ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল তিনি প্রতিনিয়ত আগরতলা থেকে বারোটার পরে অফিসে আসেন। এবং কিছুক্ষণ থেকেই আবার নিজ গাড়ি নিয়ে আগরতলা পারি দেন অফিস কামাই করে। সেই অভিযোগের ভিত্তিতে আজ ও উনার অফিসে গিয়ে দেখা গেল সাড়ে বারোটা না বাজতেই তিনি অফিস ফাঁকি দিয়ে আগরতলা চলে গেছেন। অফিসের গ্রুপ ডি কর্মচারী পেয়েছেন তিনি ডাইরেক্টর অফিসে মিটিংয়ে গেছেন। আর অন্যদিকে ফাঁকিবাজ গোমতী জেলার সহ অধিকর্তা দেবাশীষ দাস কে ফোনে অফিসে হাজিরের কথা জিজ্ঞাসা হলে তিনি জানিয়েছেন ডাইরেক্টর অফিসে একটি চিঠি নিয়ে গিয়েছেন উনি। তাহলে গ্রুপ ডির কর্মীর কাজ কি উনি নিজেই করছেন? অন্যদিকে দেবাশীষ বাবু অফিস ফাঁকি সঙ্গে সঙ্গেই অফিস এর তিন কর্মী অফিস ছেড়ে বাড়িতে চলে গেছেন বলে জানায় ওই গ্রুপ ডি।