কৈলাশহরঃ
সভ্যতা আজ বার বার কলঙ্কিত। নানুর লালশার শিকার ছয় বছরের শিশু কন্যা। ঘটনা কৈলাশহরে। নেক্কারজনক এই ঘটনায় ছিছি রব গোটা কৈলাশহর জুড়ে। ঘটনার বিবরনে জানা যায় মায়ের মোবাইল চার্জ করার জন্য এলাকারই প্রতিবেশী এক নানুর বাড়িতে যায় ছয় বছরের শিশুকন্যাটি। সেখানেই হাসিব আলী নামক সেই অভিযুক্ত শিশু কন্যাটিকে জোরপূর্বক পাশের সেগুন বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। পরে শিশু কন্যাটিকে সংজ্ঞাহীন অবস্থায় সেই বাগান থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা। শিশু কন্যাটি বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন । অন্যদিকে কৈলাশহর মহিলা থানায় অভিযুক্ত হাসিব আলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশু কন্যাটির মা। তবে অভিযুক্ত ঘটনার পর পলাতক।