চুরাইবাড়ি:
রাজ্যে প্রবেশের পথে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক লরি বোজাই পঞ্চাশ লক্ষ টাকার নেশা জাতিয় কফ সিরাফ।সাথে আটক লরি চালক।এ মর্মে চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি জানান,মঙ্গলবার সকালে পুলিশের রুটিন চেকআপের সময়ে এনএল(শূণ্য এক)এডি(সাত আট চার নয়)নম্বরের একটি বারো চাকার লরিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে কম্বল বোজাই লরির ভিতর থেকে চব্বিশ কার্টুনে দু হাজার চার`শ বোতল নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার হয়।যার কালোবাজারী মুল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মত হবে বলে জানান তিনি।সাথে আটক করা হয় লরি চালক রাধেশ্যাম দেববর্মা পিতা গঙ্গাজয় দেববর্মা। ধৃতের বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কচুছড়া থানাধীন জানথুম গ্রামে।অসম পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করেছে।