Home ত্রিপুরা কৈলাশহরে ৫৪ পরিবারের ১৭০ ভোটার বিজেপিতে সামিল

কৈলাশহরে ৫৪ পরিবারের ১৭০ ভোটার বিজেপিতে সামিল

by News On Time Tripura
0 comment

কৈলাশহরঃ উত্তরের কৈলাশহরে মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে বিজেপি পতাকাতলে সামিল হল ৫৪ পরিবারের ১৭০ জন নাগরিক। কৈলাশহর থেকে আগরতলা যেতে এখন আর ৭-৮ ঘন্টা নয়, দু-আড়াই ঘণ্টায় আগরতলা পৌছে যাচ্ছেন কৈলাশহরবাসী। এটা কি আগে ভাবতে পারত কৈলাশহরের সাধারন মানুষ। এই উন্নয়ন আরো আগেও হতে পারত, কিন্তু হয়নি। বর্তমান সরকারের সময় রাজ্যের জাতায়াত ব্যবস্থার ব্যপক উন্নয়নে উপকৃত গোটা উত্তর জেলার মানুষ। কৈলাশহরের শ্রীরামপুর এলাকায় দলের জন সমর্থন সমাবেশে এইভাবেই রাজ্য সরকারের উন্নয়নের দিকে দৃষ্টি আকর্ষন করালেন মন্ত্রী টিংকু রায়। সভায় বিরোধীদেরও কড়া ভাষায় কটাক্ষ করেন মন্ত্রী। পরে এই এলাকার ৫৮ পরিবারের ১৭০ জন নাগরিকদের দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন মন্ত্রী টিঙ্কু রায়।  

You may also like