
উদয়পুরঃ
উদয়পুরে হিন্দু নাবালিকা মেয়ে গণধর্ষণ এর শিকার, প্রতিবাদে Sp ঘেরাও করে ABVP,
মহিলা থানার ওসি অভিযুক্তদের গ্রেপ্তার করতে তালবাহানা করার অভিযোগ তুলে ABVP,
সংবাদের জানা যায় গত বুধবার উদয়পুর টেপানিয়া ইকোপার্কে ১৭ বছর হিন্দু নাবালিকা কে ৩জন মুসলিম যুবক মিলে গণধর্ষণ করে, গণধর্ষণ শেষে এই মেয়েটিকে উদয়পুর রাজারবাগ এনে গাড়ি থেকে ফেলে দেয়। ধর্ষিতা নাবালিকা মেয়ে এ বিষয়ে পরিবারকে জানালে পরিবারের লোক এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মিলে মহিলা থানায় একটি অভিযোগের দায়ের করে তিন জনের বিরুদ্ধে। এদিকে মহিলা থানার পুলিশ কর্মীরা বহু তালবাহানা কাটিয়ে একজন ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যদিও এই ধর্ষণকার্ডে আরও দুই অভিযুক্ত এখনো পলাতক, তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আর কে পুর মহিলা থানার পুলিশ কর্মীরা। আর এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাজী সুভাষ মহাবিদ্যালয় ছাত্রছাত্রীরা উদয়পুরে গোমতির জেলা পুলিশ সুপার অফিস গেরাও করে প্রতিবাদ জানায়। পাশাপাশি পুলিশ সুপারের নিকট একটি ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে।