উদয়পুরঃ কোর্টের রায়কে মান্যতা দিয়ে সাত মুসলিম পরিবারকে উচ্ছেদ করায় ধন্যবাদ জানান রাইয়া খামা লুকু জমাতিয়া কমিউনিটির লোকজনরা। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই রাইয়াবাড়ির উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করায় গোমতি জেলা প্রশাসন, উদয়পুর মহাকুমা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন সহ বনদপ্তরকে ধন্যবাদ জানান সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। শুক্রবার বিকেলে উদয়পুর গোমতী যাত্রী নিবাসের কনফারেন্স হলে আহূত এক সাংবাদিক সম্মেলন করেন রাইয়া খামা লুকু কমিউনিটির প্রজেক্ট চেয়ারম্যান কর্ণ বিজয় জমাতিয়া।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান কে মান্যতা দিয়ে একই মঞ্চে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলা কমিটি কর্তৃপক্ষ। এদিনের সাংবাদিক সম্মেলনে রাইয়া খামা লুকু কমিউনিটির বিশাল সংখ্যক সদস্য সদস্য উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাইয়া খামা লুকু কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট বিজয় কুমার জমাতিয়া, রুপা ভক্ত জমাতিয়া, হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলা কমিটির সভাপতি গৌতম দাস, ত্রিপুরা প্রান্তের সদস্য পঙ্কজ কর্মকার সহ অন্যান্যরা।