শান্তিরবাজারঃ
শান্তির বাজার থেকে দুইজন চোরকে আটক করে পুলিশেরহাতে তুলেদিলো স্থানীয় লোকজনেরা।
ঘটনার বিবরনেজানাযায় বুধবার সকালবেলা শান্তির বাজার পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় দুইজন চোরকে আটক করে স্থানীয় লোকজনেরা। স্থানীয় লোকজনের অভিযোগ দুই চোরকে জিঞ্জাসাবাদকরে জানতে পারে দুইজন প্রতিনিত ব্রাউন সুগারের নেশায় আশক্ত থাকে। দুইজন প্রতিনিয়ত নেশা সামগ্রী ক্রয় করারজন্য শান্তির বাজারের বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত করে। আজ দুইজনকে হাতেনাতে ধরলো স্থানীয় লোকজনেরা। দুইজনকে জিঞ্জেসাবাদ করে নেশাকারবারীর নাম জানতে পারে স্থানীয় লোকজনেরা। জানাযায় বিগতদিনেও এইসকল নেশাকারবারীর নাম জানতে পেরেও শান্তির বাজার থানার পুলিশ কোনোপ্রকারের পদক্ষেপ গ্রহনকরেননি। এই নেশাকারবারীর জন্য ধ্বংস হয়েযাচ্ছে যুবসমাজ। নেশাসামগ্রী ক্রয়ের জন্য চুরির পথ বেছে নিতেহচ্ছে যুবসমাজ। আজকে দুই চোরকে আটক করে শান্তির বাজার থানার পুলিশের হাতে তুলেদেয় এলাকাবাসী। এখন দেখার বিষয় রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে শান্তির বাজার থানার পুলিশ কিপ্রকারের পদক্ষেপ গ্রহন করে। নেশাকারবারীদের আটক করতে কোনোপ্রকারের পদক্ষেপ গ্রহনকরেকিনা সেইদিকে নজর শান্তির বাজারের লোকজনদের।