সাব্রুমঃ
গেস্ট হাউজে মক্ষীরানির আখড়া। সাব্রুম শহরের বিশিষ্ট সুনামধন্য রাজলক্ষী গেস্ট হাউজ সেক্স রেকেডের আতুর ঘর হয়ে উঠেছে বলে অভিযোগ।
সাব্রুম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে প্রায় সময়ই অপরিচিত যুবক-যুবতী, স্কুলের নাবালক ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহবধূদের এই গেস্ট হাউজের সামনে দিবারাত্রি আনাগোনা রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ সাব্রুম থানার কাছে দীর্ঘদিন আগে থেকে রয়েছে। রাজলক্ষী গেস্ট হাউজের মালিক তপন চক্রবর্তী মোট অংকের জন্য দিনের পর দিন দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ। শনিবার সাব্রুম থানার দায়িত্বপ্রাপ্ত ওসি জয়ন্ত কুমার দের নির্দেশে এক বিশাল পুলিশ বাহিনী সকাল দশটা নাগাত গেস্ট হাউজের হানা দিয়ে দোতলার রুম থেকে কলেজ পড়ুয়া ছাত্র এবং দ্বাদশ শ্রেণীর পাঠরতা এক ছাত্রীকে অসংলগ্ন অবস্থায় উদ্ধার করে । খবর জানতে পেয়ে দুপক্ষের অভিভাবকরা থানায় ছুটে আসেন। দুপক্ষের অভিভাবকদের কোনপ্রকার অভিযোগ না করাতে জিজ্ঞাসাবাদের পর উভয়কেই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় । তবে এই ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং এই গেস্ট হাউজের বিরুদ্ধে এলাকার পরিবেশ কুলশিত করার অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি উঠে ।