
বিশালগড়ঃ বিশালগড় রেলস্টেশন ১৫ কেজি গাঁজাসহ আটক বিহারের দুই রাজাকারবারি শনিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে, জানাযায় বিশালগড় রেলস্টেশন থেকে আগরতলা হয়ে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় রেলস্টেশনে শনিবার বিকেলে আসতেই রেলটি বিশালগড় রেলস্টেশন থেকে শুরু করে আগরতলা উদ্দেশে রওনা দিয়ে দেন ঠিক সেই সময় রেল না পেয়ে রেজিস্ট্রেশন থেকে বেরিয়ে আসার পথে রেল স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হয় যখন তাদের দাঁড়াতে বলা হয় তখন তারা স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পেছনে দৌড়ে গিয়ে তাদেরকে আটক করেন এবং তাদেরকে তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগের মধ্যে ১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন তাদের বাড়ি বিহার। উদয়পুর থেকে এ শুকনো গাঁজা গুলি প্যাকেটজাত করে তুলা ভর্তি ব্যাগে করে পাচার করার পথে নিয়ে আসছিলেন রাজাকারবারীরা। তাদেরকে তুলে দেওয়া হয় বিশালগড় থানা পুলিশের হাতে আটক ২ রাজাকারবারি হলো। একজন হলেন লাল বাবু কুমার পিতার নাম স্বদেশ স্বর চোহান, দ্বিতীয় জন হলেন বাবলু চৌহান পিতার নাম উপেন্দ্র চৌহান। বিশালগড় রেলস্টেশন এই গাঁজা কারবারিরা পুলিশের হাতে আটক হতেই খবর ছড়িয়ে পড়তে রেল স্টেশন চত্বরে ছুটে আসে স্থানীয় গাঁজা কারবারীরা। যারা বহুবার NDPS মামলায় কয়েকবার জেল সাজা কাটিয়ে এসেছেন। যখন রেল চত্বরে পুলিশের হাতে আটক গাঁজা কারবারীদের সংবাদ সংগ্রহ করতে যাই সাংবাদিকরা তখন এই গাঁজা কারবারীরা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং পুলিশের সঙ্গে আর কোনরকম রফা দফা করতে পারেননি। এক প্রকার হুমকির দৃষ্টিতে সাংবাদিকদের তীর চোখে দেখতে থাকেন।