
মোহনপুরঃ ৩১ জানুয়ারী সিধাই মোহনপুর তুলাবাগান এলাকায় নিজ বাড়িতেই গুলিবৃদ্ধ হয়ে কানাকা নামে ৩২ বছরের এক গৃহবধূ জানা যায় স্থানীয় দুই যুবক সুজিত দেবনাথের বাড়িতে প্রবেশ করে সুজিত দেবনাথ কে লক্ষ্য করে একটি গুলি করে কিন্তু সেই গুলিটি ভুলবশত সুজিত দেবনাথ এর স্ত্রীর পায়ে লাগে এতেই রক্তাক্ত হন কানাকা দেবনাথ নামে গৃহবধূ পরে তার পরিবারের লোকজন গৃহবধূকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে মোহনপুর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধুর স্বামীকে বিষয়টি জিজ্ঞাসা করতেই সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যান এবং ঘটনা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেন এতেই সন্দেহ দানাবাদে কি কারণে গৃহবধূর স্বামী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সঠিক তদন্ত বেরিয়ে আসবে কিন্তু পুলিশ এখনো এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার কিংবা আটক করতে সক্ষম হয়নি বলেই জানা যায়।