বিশালগড়:
কল্যাণপুরে ওবিসি মোর্চার কার্যকর্তা সম্মেলন ঘিরে ব্যাপক সারা
নিজস্ব প্রতিনিধি কল্যাণপুরকল্যাণপুর মন্ডল ভিত্তিক ওবিসি মোর্চার কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান নেতৃবৃন্দরা সম্মেলনের মঞ্চ থেকে। রবিবার সকালে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলের বাইরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মানের সূচনা হয়। ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ৫৬টি বুথ কেন্দ্র থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। বেশ লোক জমায়েত হয় ওবিসি মোর্চার কল্যাণপুর মন্ডল ভিত্তিক কার্যকর্তা সম্মেলনে সভাপতি ছিলেন উত্তম অধিকারী। হলের ভেতরে প্রদীপ জ্বেলে সম্মানের সূচনা করেন ওবিসি মোর্চার রাজ্য কমিটির সভাপতি সমীর রঞ্জন ঘোষ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি সমীর রঞ্জন ঘোষ, সহ সভাপতি গোপাল চৌধুরী ,কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্যরা। সমস্ত বক্তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থীকে জয়ী করার জোরালো কন্ঠে আহ্বান জানান। সম্মেলন কি ঘিরে ব্যাপক সভা পরিলক্ষিত হয়। বাইট_সমীর রঞ্জন ঘোষ। ওবিসি মোর্চার রাজ্য কমিটির সভাপতি।