
বিশালগড়ঃ
SIR এর কারণে আরো একবার হয়রানির শিকার হচ্ছে রাজ্যে উগ্রপন্থীদের দ্বারা বাস্তুচ্যুত এবং বিতারিত বাঙালিরা। উল্লেখ্য ৯০ এর দশকের শেষ দিকে সিপাহীজলা জেলার টাকারজলা, জম্পুইজলা, গোলাঘাটির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বাঙালি পরিবারকে উগ্রপন্থীদের কারণে নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ফেলে এসে উদ্বাস্তুদের মত জীবন যাপন করতে হয়েছিল। অনেকেই কানি কানি জমি ফেলে প্রাণ নিয়ে ফিরে এসেছিলেন। অনেক পরিবার তাদের অনেক সদস্যদের হারিয়েছেন। তাদের চোখের সামনে পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। বাড়িঘর, দোকানপাট সহ কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে প্রাণে ভয়ে চলে এসেছিলেন তারা। সেইসব জমি দখল করে নিয়েছে অন্যেরা। পূর্ব পুরুষদের সেই জমি আর ফিরে পাননি তারা। এরপর তাদের উদ্বাস্তু বলা শুরু করে সরকার। সেইসব উগ্রপন্থীরা ল উগ্রপন্থা ছেড়ে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাদের আর্থিক সহযোগিতা সহ সরকারী চাকরীও প্রদান করেছে সরকার। কিন্তু সেইসব উগ্রপন্থীদের কারণে ক্ষতিগ্রস্থ হাজার হাজার বাঙালি পরিবারগুলো কিছুই পায়নি। না পেয়েছে আর্থিক সাহায্য, না পেয়েছে স্থায়ী ঠিকানা, না পেয়েছে সরকারি চাকরি। শুধু পেয়েছে বঞ্চনা। এর মধ্যে দেশজুড়ে যখন SIR এর খর্গ চলছে, তখন উৎকণ্ঠায় এইসব পরিবারগুলো। ত্রিপুরার ক্ষেত্রে বলা হচ্ছে ২০০৫ এর ভোটার তালিকা তুলে ধরার জন্য। কিন্তু তারা বলছেন আমরা কথা থেকে আনবো সেই সব নথি। সব ছেড়ে তো চলে এসেছিলাম। বাস্তুচ্যুত হয়ে সমতলে ফিরে এসে ভোটার তালিকা নয়, বাচ্চাদের নিয়ে শুধু বাঁচার চিন্তা করতে হয়েছিল। প্রায় দুই তিন দশক পরেও ন্যায় বিচারের জন্য ঘুরছে এই পরিবারগুলো। কিন্তু সরকারের চোখে কাল কাপড়।
