Home ত্রিপুরা সিপাহীজলা জেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ বৈঠক

সিপাহীজলা জেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ বৈঠক

by News On Time Tripura
0 comment

বিশ্রামগঞ্জঃ

সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম বৈঠক। বৈঠকে জেলা প্রেস ক্লাবের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শনিবার ২৪ শে জুন বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলা সভাধিপতির অফিসের কনফারেন্স হলে সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত সম্পাদক উদয়ন চৌধুরী সহ কার্যকরী কমিটির সকল সদস্যরা। বৈঠকে মূলত সিপাহীজলা জেলা প্রেসক্লাবের রেজিস্ট্রেশন, জেলা প্রেসক্লাবের জন্য একটি ঘরের বন্দোবস্ত করা, জেলা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী জমিনের বন্দোবস্ত করা, প্রত্যেক সদস্য কর্তৃক মাসিক চাঁদা প্রদান করা, প্রতি দুই মাস অন্তর অন্তরে কার্যকরী কমিটির বৈঠক এবং জম্পুইজলাতে একটি প্রেসক্লাব গঠনর বিষয়ে আলোচনা করা হয়। উক্ত বিষয়গুলোর উপর সভাপতি সম্পাদকসহ সকল সদস্যরা বিস্তারিত আলোচনা করেন, এবং গৃহীত বিষয়গুলোকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা, যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

You may also like