Home BREAKING NEWS বোধিসত্ত্ব হত্যা মামলায় চার অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ

বোধিসত্ত্ব হত্যা মামলায় চার অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ রাজধানীর অন্যতম চর্চিত মামলায় চার অভিযুক্তদের আজীবন কারাবাসের নির্দেশ দিল মামনীয় আদালত। শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে আদালত। পরে শনিবার চার অভিযুক্তকে হত্যার মামলায় আজিবন কারাবাসের নির্দেশ দেয় পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত। শহরের বনেদী ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলারী হাউজের কর্নধারের ছেলে সুমিত চৌধুরী, কলেজটিলা এলাকার ঠিকেদার সুমিত বনিক, ট্রাফিক ইনস্পেকটর সুকান্ত বিশ্বাস এবং সমাজদ্রোহী উমর ফারুক এই মামলার চার অভিযুক্ত। পশ্চিম আগরতলা থানার ১৭২/২০১৯ মামলায় সরকারী পক্ষে আইনজীবী ছিলেন সম্রাট কর ভৌমিক।

You may also like