Home BREAKING NEWS কৈলাশহরে কংগ্রেসের সত্যাগ্রহ

কৈলাশহরে কংগ্রেসের সত্যাগ্রহ

by News On Time Tripura
0 comment
কৈলাশহর

কৈলাশহরঃ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে দেশের সাথে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে রবিবার দুপুর বারটা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কৈলাশহর জেলা কংগ্রেস ভবনের সামনে সত্যাগ্রহ আন্দলন কর্মসূচি পালিন করা হয়। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা,  জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান , প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্যী,  জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস,  কংগ্রেস দলের অন্যতম নেতা চন্দ্রশেখর সিনহা সহ আরো অনেকে।

You may also like