‘শূর্পনখা বলেছিলেন’! পাঁচ বছর পরে কংগ্রেস নেত্রী রেণুকার মামলা মোদীর বিরুদ্ধে

দিল্লীঃ হাসতে হাসতেই সে দিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথাটা বলেছিলেন— ‘‘রামায়ণ সিরিয়ালের পরে এমন শূর্পনখার মতো হাসি আপনার সৌজন্যেই শুনতে পেলাম।’’ নিশানায় ছিলেন, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে হেসে ওঠা তেলঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি। মোদীর ২০১৮ সালের সেই মন্তব্য নিয়ে এ বার অপরাধমূলক মানহানির মামলা করার কথা জানালেন রেণুকা। ঘটনাচক্রে, তাঁর দলের নেতা রাহুল গান্ধী গুজরাতের এক বিজেপি নেতার দায়ের করা অপরাধমূলক মানহানির মামলায় দু’বছরের জেলের সাজা পাওয়ার পরেই। শুক্রবার টুইটারে মোদীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা লিখেছেন, ‘‘দেখব এ বার আদালত দ্রুত কী ব্যবস্থা নেয়।’’ সেই সঙ্গে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজ্যসভায় মোদীর সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছেন তিনি (নিউজ অন টাইম ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।)
